বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

আপডেট
জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১২

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১২

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট- পাঁচবিবি সড়কের বনখুর নামক স্থানে রোববার বেলা সাড়ে ১১ টায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত জেলা (ওসি) হুমায়ন কবির প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, জয়পুরহাট থেকে হিলি গামী একটি যাত্রীবাহী বাস রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জয়পুরহাট সদর উপজেলার অধীন বনখুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।

তাৎক্ষণিকভাবে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।দূর্ঘটনার স্বীকার হওয়া বাসের ভেতর থেকে ১২ জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কেউ মারা যায়নি বলে জানান, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |