বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

আপডেট
ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কার্যকলাপের সময় নারীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কার্যকলাপের সময় নারীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া : নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম (৪৫) কে নারীসহ আটক করে পুলিশে দিয়েছেন তার স্ত্রী-সন্তান। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সরকার পাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গীয় উজ্জল মিয়া (৩০) ও মাইশা (৩০) নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
জানা যায়, আব্দুল কাইয়ুম একটি বহুতল ভবনে বসবাস করেন। ওই ভবনের চারতলায় তার স্ত্রী-সন্তান বসবাস করেন। নিচতলায় বসবাস করেন কাইয়ুম। নিচতলায় এক নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের সময় কাইয়ুমকে আটক করেন তার স্ত্রী ও সন্তান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাইয়ুম তার নিজ বাড়ীতে নারী এনে অসামাজিক কার্যকলাপ করার সময় তার স্ত্রী, সন্তান ও আত্নীয় স্বজন আটক করে পুলিশকে সংবাদ দেয়। ৯৯৯ এর মাধ্যমে সংবাদপ্রাপ্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস আই মোতালিব সঙ্গীয় ফোর্স সহ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। আসামিদেরকে ২৯০ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাইয়ুম এর আগেও আখাউড়ায় হোটেলে নারী সহ আটক হয়েছিল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |