বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

আপডেট
ডোমারে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

ডোমারে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

রাশেদুল ইসলাম আপেল, নীলফামারী: নীলফামারীর ডোমারে পশ্চিম বাগডোকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত কর্মসূচীর আয়োজন করেন এ.এন ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।মঙ্গলবার দুপুরে স্কুল মাঠে বিভিন্ন স্থানে বনজ, ফলজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপন কর্মসূচিতে এ.এন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপণকালে এ.এন ফাউন্ডেশনের কর্মসূচীকে সাধুবাদ জানান পশ্চিম বাগডোকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাহিয়ান আলম। তিনি বলেন, আবহাওয়া শীতল ও সুন্দর রাখতে এ.এন ফাউন্ডেশন বৃক্ষরোপণ করেছে। গাছ লাগানোর পর শিক্ষার্থীদের পরিচর্যার বিষয় নির্দেশনা দেন এবং ভবিষ্যতে নিজেদের লক্ষে পৌঁছানোর বিষয়েও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

এ.এন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, সাহিত্য ও পরিবেশগত উন্নতি জন্য বিভিন্ন রকম কর্মসূচী পালন করে আসছে বলে জানান এ.এন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল গনি স্বপন। তিনি বলেন, এই স্কুলের বাচ্চাদের বৃক্ষরোপনের প্রতি আগ্রহী করতে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করেছি। বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করে আমরা তাদের এসব গাছ পরিচর্যার দ্বায়ীত্ব দিয়েছি বলে তিনি জানান। নীলফামারী সরকারী কলেজের প্রভাষক ও এ.এন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য সোলায়মান আলী জানান, গাছ আমাদের পরিবেশের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যে পরিমাণ গাছপালা থাকা প্রয়োজন সেটার স্বল্পতা রয়েছে। একটি সবুজ পৃথিবী তৈরী করতে আমাদের এই উদ্যোগ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |