শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

আপডেট
সন্দ্বীপে রোহিঙ্গা পাচারের অপরাধে ১৫ দিনের সাজা দিল নির্বাহী  ম্যাজিস্ট্রেট আদালত

সন্দ্বীপে রোহিঙ্গা পাচারের অপরাধে ১৫ দিনের সাজা দিল নির্বাহী  ম্যাজিস্ট্রেট আদালত

মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি:  চট্টগ্রামের সন্দ্বীপে ৩ অক্টোবর বৃহস্পতিবার  দুপুর দেড়টায়  স্থানীয় গুপ্তছড়া ঘাটে মোঃ মাঈন উদ্দীন কে(২৮) রোহিঙ্গা পাচারে সহযোগিতার অভিযোগে আটক করে সন্দ্বীপ থানা পুলিশ। তাঁর পিতার নাম আনছারুল হক।তিনি মুছাপুর ০৪নং ওয়ার্ডের বাসিন্দা।  রোহিঙ্গা পাচার কাজে সহযোগীতা করার বিষয়ে স্থানীয় লোকজন আটক করে থানা পুলিশকে সংবাদ প্রদান করে।
পরবর্তীতে সন্দ্বীপ থানার এসআই মোহাম্মদ রমজান আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তিকে হেফাজতে নিয়ে বিজ্ঞ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যায়।  সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  তাসফিক সিবগাত উল্লাহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্থ হওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১৫(পনের) দিনের জেল এবং ৫০০/-(পাঁচশত) টাকার অর্থদন্ডে দন্ডিত করেন। বর্তমানে আসামী থানা হাজতে আছেন। বিধি মোতাবেক আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |