শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

আপডেট
দীঘিনালায় পৃথক অভিযানে বিপুল পরিমাণে অবৈধ কাঠ জব্দ

দীঘিনালায় পৃথক অভিযানে বিপুল পরিমাণে অবৈধ কাঠ জব্দ

এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি) :  খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পৃথকভাবে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
 ৬ অক্টোবর (রবিবার) বিকেলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে থেকে পাচারের সময় ২৫১.৩৮ ঘনফুট গোল সেগুন কাঠ জব্দ করা হয়।
এছাড়াও আরও একটি অভিযানে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জামতলী এলাকা থেকে অবৈধভাবে পাচারের সময় ১৯৫.১৪ ঘনফুট কাঠ জব্দ করা হয়। দীঘিনালা সেনা জোনের টহল টিম ও নাড়াইছড়ি রেঞ্জ অফিসের যৌথ অভিযানে অবৈধভাবে পাচারকালে এ কাঠ গুলো জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে জব্দকৃত কাঠ গুলোর আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা। জব্দকৃত কাঠ গুলো নাড়াইছড়ি রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়েছে।
নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, দীঘিনালা সেনা জোন ও নাড়াইছড়ি রেঞ্জ অফিসের পৃথকভাবে যৌথ অভিযানে অবৈধভাবে পাচারের সময় উল্লেখিত পরিমাণ কাঠ গুলো জব্দ করা হয়। আইনানুগ ব্যবস্থায় জব্দকৃত কাঠ গুলো নাড়াইছড়ি রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |