শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

আপডেট
মিরসরাইয়ে দখলে থাকা সরকারী রিজার্ভ বনভূমি দখলমুক্ত করলো বনবিভাগ

মিরসরাইয়ে দখলে থাকা সরকারী রিজার্ভ বনভূমি দখলমুক্ত করলো বনবিভাগ

কামরুল হাসান, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে ১.৫ একর সরকারী রিজার্ভ বনভূমি জবর দখলমুক্ত করেছে বনবিভাগ। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর বনবিভাগ অধিক্ষেত্রাধীন মিরসরাই রেঞ্জের হিংগুলী বন বিটের সীতাকুন্ড-রামগড় রিজার্ভ ফরেস্ট মৌজার হিংগুলী পাড়া সংলগ্ন এলাকায় এক জবরদখল উচ্ছেদ অভিযান চালিয়ে উক্ত ১.৫০ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত জমি মিরসরাইয়ের ২নং হিংগুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার দখলে ছিলো। ঐ জায়গার চারিদেকে কাটা তার ও বাঁশের বেড়া এবং খুটি ও টিনের ছাউনী দিয়ে তৈরি লেবার সেড ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে দখলমুক্ত করা হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো:শাহানশাহ নওশাদ এর নেতৃত্বে মিরসরাই রেঞ্জে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী এবং হিংগুলী বিটের অধীন এফসিভি এর সভাপতি ও সদস্যদের সার্বিক অংশগ্রহনে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে মিরসরাই রেঞ্জ কর্মকতা মোঃ নওশাদ বলেন,  জবর দখলে থাকা উদ্ধারের পর চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকতা এস এম কায়চারের নির্দেশ অনুযায়ী উদ্ধারকৃত জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |