শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

আপডেট
ধর্মপাশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ধর্মপাশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

মোবারক হোসেন রুবেল,ধর্মপাশা: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে রবিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

ওইদিন সকাল ১১টার দিকে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন উপজেল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মোত্তালেব সরকারের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গিযাস উদ্দিন, ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ লিয়াকত আলী,বেসরকারি সংস্থা পারির মনিটরিং কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |