শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

নবীনগরে কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজে শতভাগ ফেল

নবীনগরে কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজে শতভাগ ফেল

মোঃ হোসাইন ইসলাম, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ থেকে ১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই অকৃতকার্য হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার নবীনগর উপজেলা থেকে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ২০৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৪৭১ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০০ জন, পাশের হার ৭১ দশমিক ৪১ শতাংশ।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২০১ জন পাশ করেছে।জিপিএ-৫ পেয়েছে ২০ জন, পাশের হার ৯৭ দশমিক ১০ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষায় ৮৭ জন অংশগ্রহণ করে ৮০ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫ জন, পাশের হার ৯১ দশমিক ৯৫ শতাংশ। একমাত্র কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ-ই শতভাগ অকৃতকার্য।এই নিয়ে গত বছর একজন পাশ করলেও গত চারবারে মধ্যে তিনবার-ই কেউ এইএসসি ও সমমান পরিক্ষায় এই কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাশ করে নাই। কেউ পাস না করা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ফেলের কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |