সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: সাত কলেজকে নিয়ে আলাদা ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা ছিল। তবে এই কর্মসূচি থেকে সরে এসে অনির্দিষ্টকালের জন্য ‘সায়েন্সল্যাব ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব ব্লক করা হবে বলে জানিয়েছেন তারা। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অর্গানাইজিং উইংয়ের পক্ষ থেকে এই কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে করছে। প্রাথমিক পর্যায়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অভিপ্রায়ে একটি কমিশন গঠনের দাবি জানিয়ে আসছি। কিন্তু আমরা দেখছি, সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনের লক্ষ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। শিক্ষার্থীরা যেখানে বিশ্ববিদ্যালয়ের দাবি করছে, সেখানে কর্তৃপক্ষ আদত সংস্কার কমিটি গঠন করে হাজার হাজার শিক্ষার্থীর দাবির সঙ্গে উপহাস করেছে। তারা বলেন, কর্তৃপক্ষের এমন উপহাসমূলক কমিটি শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আর মঙ্গলবার বেলা ১১টায় এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা কমিটির মতো একইভাবে এই সভাকেও প্রত্যাখ্যান করছে। মূলত, আজ সাত কলেজ শিক্ষার্থীদের ঢাকা কলেজ ক্যাম্পাসে সমাবেশ করার কথা ছিল।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওই কর্মসূচির পরিবর্তে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হবে। বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। বিষয়টি নিয়ে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পার্সন আব্দুর রহমান বলেন, দাবি অনুযায়ী ছাত্র প্রতিনিধিযুক্ত নিরপেক্ষ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে। আর বর্তমান পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে আরও বৈরী আচরণ শুরু করেছে। তাই শিক্ষার্থীদের পরীক্ষার খাতার নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কমিশনের তত্ত্বাবধানে আসন্ন বিভিন্ন বর্ষের পরীক্ষা নিতে হবে। কমিশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় রূপরেখা দ্রুত প্রণয়ন করতে হবে। রাষ্ট্রপতি কর্তৃক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়ে অধিভুক্তি বাতিল করতে হবে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রসঙ্গত, এর আগে এই একই দাবিতে গত ২১ অক্টোবর এবং ২৩ অক্টোবর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। পরবর্তী সময়ে ২ দফায় ২৪ ঘণ্টা করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। যার প্রেক্ষিতে গত ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) প্রাথমিক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনকল্পে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির প্রথম সভা আজ ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।