বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

মেঘনায় প্রধান শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা দিলেন শেখেরগাঁও সমাজ সেবা নাগরিক ফোরাম

মেঘনায় প্রধান শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা দিলেন শেখেরগাঁও সমাজ সেবা নাগরিক ফোরাম

ইমাম হোছাইন,তিতাস:কুমিল্লার মেঘনায় শেখেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা দিলেন শেখেরগাঁও সমাজ সেবা নাগরিক ফোরাম। উপজেলার লুটেরচর ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের প্রবাসী ও সচেতন ছাত্র-যুবকদের সমন্বয়ে গঠিত সমাজ সেবামূলক অরাজনৈতিক সংগঠন “শেখেরগাঁও সমাজ সেবা নাগরিক ফোরাম” গতকাল শুক্রবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনার আয়োজন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির নিমন্ত্রণ পান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ ভট্টাচার্য। শেখের গাঁও সমাজ সেবা নাগরিক ফোরামের কর্মঠ সভাপতি রবিউল আউয়ালের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি শেখেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাঃ রহিমা বেগম অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য রাখেন।

সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য মো. হাসানুর রহমান কিরন ও সিনিয়র সদস্য মোঃ জিহাদুল ইসলামের যৌথ সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুবুল আরিফ, আমন্ত্রিত অতিথি সাংবাদিক এমএ কাশেম ভূঁইয়া,৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন, ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মালেক, শেখের গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন্নাহার কলি, শিক্ষক প্রতিনিধি ও সহকারী শিক্ষক আজিজা খাতুন,সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রবিউল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব হোসেন, সংবর্ধিত পরিবারের সদস্য জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোঃ ইমরান হোসেন, স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের আইন বিষয়ক সম্পাদক মো.গোলাম আযম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ নাঈম আহমেদ প্রমূখ। অনুষ্ঠান শেষে সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সেলিম মিয়া বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |