মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
মাকসুমুল মুকিম, দোহার (নবাবগঞ্জ): ঢাকার দোহারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে তল্লাশি ও অভিযান চালানো হয়েছে। সোমবার ( ১৮ নভেম্বর ) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দোহারের লটাখোলা করম আলীর মোড়ে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও থানা-পুলিশ এই অভিযান চালায়।
অভিযান পরিচালনা করেন দোহারের দায়িত্ব থাকা সেনা কর্মকর্তা ক্যাম্পেন মো: লাইলাতুল আসিফ। অভিযানে ১ টি মামলা ও ২৩ জনের থেকে জরিমানা আদায় করা হয় ৩৯ হাজার ৫০০ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বলেন, মামলা দেওয়া কারণ বাইক চালক দের হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ঠিক মতো পাওয়া যায় নি। এ ছাড়াও সিগন্যাল অমান্য, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র ঠিক না থাকায় গাড়ির বিরুদ্ধে এ মামলা, গাড়ি জব্দ ও বাইকারদের আটক করা হয়েছে।