রায়হান আলী, মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে অটো চার্জার হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা সমাজসেবা অফিস কতৃক এই অটো হুইল চেয়ার বিতরন করা হয়। এ সময় নিজের চলাচলের অবলম্বন হুইল চেয়ার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাঁধন বাবু। বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন।
এছাড়াও উপজেলা সমাজসেবা অফিসের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অটো হুইল চেয়ার প্রাপ্ত শিক্ষার্থী হলেন, উপজেলার পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী বাধন বাবু। অটো চার্জার হুইল চেয়ার পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া ও সমাজসেবা কর্মকর্তাক শাকিল আহমেদকে ধন্যবাদ জানান ছোট্ট শিশু বাঁধন। উপজেলা সমাজসেবা কর্মকর্তার শাকিল আহমেদ জানা, এ ধরনের অসহায় কোন ব্যক্তি থাকলে আমাদেরকে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য।