বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
নাঈম উদ্দিন,নাঙ্গলকোট (কুমিল্লা): কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন সরকার ও সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মিল্টন চাকমা’র সাথে নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা বুধবার দুপুরে উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিাত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, প্রেস ক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক বারী উদ্দিন আহম্মেদ বাবর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুস, প্রেসক্লাব সদস্য নাঈম উদ্দিন, সাফায়েত উল্লাহ মিয়াজী, সাইফুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকগণ আমরা একে অপরের সহযোগী। আপনাদের সাথে ভবিষ্যৎ সময় গুলো সুন্দর ভাবে অতিবাহিত হবে। প্রশাসনিক সকল কার্যক্রম বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করি।