শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

মিরপুরে ওয়াক- আপ সরকারি স্টাফ কোয়াটার সন্ত্রাসীদের দখলে

মিরপুরে ওয়াক- আপ সরকারি স্টাফ কোয়াটার সন্ত্রাসীদের দখলে

আনিসুর রহমান :
রাজধানীর মিরপুরে-১ এ সন্ত্রাসীদের তান্ডবে অতিষ্ঠ ওয়াক- আপ সরকারি কোয়াটারের কলোনীবাসী । মিরপুর-১, আনসার ক্যাম্প সংলগ্ন ওয়াক-আপ স্টাফ কোয়াটারে ৩৬০ টি পরিবারের বসবাস । এখানে ৩২টি বিল্ডিং রয়েছে ।যার মধ্যে ৮৬ টি বাসা অবৈধ ভাবে দখল রাখে বহিরাগত কিছু সন্ত্রাসী।

তারা তালা ভেঙ্গে জোরপূর্বক বাসা দখল করে মাদক ব্যবসা ও অপহরণের মত ভয়ঙ্কর অপরাধের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে । ভয়ে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। অভিযোগ উঠেছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম মাজহারুল আনাম এর পরিচয় দিয়ে

অবৈধ কার্যক্রম পরিচালিত করছে বহিরাগত বেদখলদার মৃদুল, আলম, মূলহোতা শাহ আলম রিপন ও তাদের নেতৃত্বে বাহিনী ।
অনৈতিক কর্মকান্ড কলোনীবাসীর ঘর জবর দখল, ভাঙচুর করে মালামাল লুটপাট, বিদ্যুৎ সংযোগ বেদখলে নিয়ে যথেচ্ছ ব্যবহার, কলোনীর কোমল মতি শিশুদের বিপথগামী, মেয়েদের ইভটিজিং করে এরা । নেশার আশর বসায় । এরা স্থানীয়দের কাছেও মূর্তিমান আতঙ্ক। প্রতিবাদকারীর ধরে এনে এঁরা টর্চার সেল বা নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করছে কলোনীর অনেক বিল্ডিং ।কলোনীর দরিদ্র বাসিন্দাদের কাছে কেউ চাঁদা চায়। না দিলে মারধর করে । ভয়ে এদের বিরুদ্ধে কেউ মুখ খোলে না।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |