শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

স্বামীর রান্না খেয়ে হাসপাতালে নয়নতারা

স্বামীর রান্না খেয়ে হাসপাতালে নয়নতারা

ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টারখ্যাত অভিনেত্রী নয়নতারা। সম্প্রতি চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্বামী বিগনেশ শিবানের হাতে রান্না করা খাবার খেয়েছিলেন নয়নতারা। এরপর তার বমি শুরু হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পরই তাকে ছাড়পত্র দেওয়া হয়। যদিও অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্বকের সংক্রমণের চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেত্রী।

এ বিষয়ে নয়নতারা ও বিগনেশ শিবানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। কয়েক বছর ধরেই বিগনেশ শিবানের সঙ্গে প্রেম করছিলেন নয়নতারা। অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, তারা বিয়ে করতে চলেছেন। এরপর সকল জল্পনার অবসান ঘটিয়ে গত ৯ জুন বিয়ে করেছেন নয়নতারা ও বিগনেশ। ১২ আগস্ট তারা স্পেনে ছুটি কাটাতে গেছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

সিনেমার কাজের দিক থেকে নয়নতারাকে সর্বশেষ ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’সিনেমায় দেখা গেছে। শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমাতে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন অ্যাটলি কুমার।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |