শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

আপডেট
ইসরায়েলের অভিযান : গাজায় একদিনে ৫০ শিশুসহ নিহত ৮৪ ‘বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছে অন্তর্বর্তী সরকার’ হেনরী দম্পতি আবারো রিমান্ডে, কারাবাসের ৩১ দিনের ২০ দিনই রিমান্ডে টেকসই উন্নয়ন নিশ্চিতে সমবায় ভিত্তিক সমাজ গড়ার বিকল্প নেই : রাষ্ট্রপতি কাকরাইলসহ আশপাশের এলাকায় শনিবার সভা-সমাবেশ নিষিদ্ধ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ প্রথম দিনের কার্যক্রম যাচাইকরণে ডিআইজি হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্ত পার হতে ১০ লাখ টাকার চুক্তি মেঘনায় প্রধান শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা দিলেন শেখেরগাঁও সমাজ সেবা নাগরিক ফোরাম ১ম বার গণতান্ত্রিক পদ্ধতিতে চবির নেত্রকোনা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নির্বাচন ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
‘কিল হিম’ সিনেমায় পারিশ্রমিক দিয়ে অনন্ত জলিলের রেকর্ড

‘কিল হিম’ সিনেমায় পারিশ্রমিক দিয়ে অনন্ত জলিলের রেকর্ড

প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরে সিনেমা করছেন অনন্ত জলিল ও নায়িকা বর্ষা। এই তারকা জুটির নতুন ছবির নাম ‘কিল হিম’। ‘সুনান মুভিজ’-এর ব্যানারে ছবিটি পরিচালনা করবেন এম.ডি ইকবাল। এ ছবির জন্য কত পারিশ্রমিক পাচ্ছেন অনন্ত-বর্ষা? এই প্রশ্ন ছিল অনেকের। অবশেষে সেই কৌতূহলের অবসান হলো।

শনিবার (৩ সেপ্টেম্বর) এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে জানা গেল, অনন্ত জলিল ‘কিল হিম’ ছবির নায়ক হিসেবে পাবেন ৪০ লাখ টাকা। তার হাতে এদিন আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল।

তিনি এ সময় জানান, ‘কিল হিম’ ছবির জন্য ৪০ লাখ টাকা পারিশ্রমিক নেবেন অনন্ত জলিল। নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ।

অনুষ্ঠানে ঢাকাই সিনেমার ইতিহাসে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার রেকর্ড কোনো নায়কের, এ তথ্যও নিশ্চিত করলেন পরিচালক ইকবাল। ‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগর। এতে ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের রাহুল দেবকে। বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে অক্টোবরে।

মহরতে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিপুণ আক্তার, সাইমন সাদিকসহ অনেকেই। ছিলেন প্রযোজক ও পরিচালক সমিতির নেতারাও। মহরতে জানানো হয়, আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘কিল হিম’।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |