শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

এবার গোবিন্দর সুপারহিট সিনেমা রিমেক করছেন শাহরুখ

এবার গোবিন্দর সুপারহিট সিনেমা রিমেক করছেন শাহরুখ

বলিউডে রিমেকের কমতি নেই। একদিকে ক্রমশই চলছে ‘বয়কট বলিউড’ ট্রেন্ড। অপরদিকে বলিউডে রয়েছে ইন্ডাস্ট্রি থেকে নিয়ে রিমেক করা সিনেমা। একের পর এক বিগ বাজেট সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। তবে তাতে রিমেক নিয়ে উৎসাহ এতটুকু কমেনি। শোনা যাচ্ছে, এবার রিমেকে আগ্রহী হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

নব্বইয়ের দশকে মুক্তিপ্রাপ্ত গোবিন্দ অভিনীত সুপারহিট আইকনিক সিনেমা ‘দুলহে রাজা’র রিমেক আনতে চলেছেন ‘বাদশা’। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও বেশ মন দিয়েছেন শাহরুখ খান।

কিছুদিন আগে আলিয়া ভাটের সঙ্গে যৌথভাবে ‘ডার্লিংস’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন শাহরুখ। নেটফ্লিক্স অরিজিনাল সেই সিনেমাটি দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছিল।তাই এবার গোবিন্দর সুপারহিট সিনেমা ‘দুলহে রাজা’র স্বত্ত্ব কিনেছে তার রেড চিলিজ সংস্থা।

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল হর্মেশ মালহোত্রা পরিচালিত কমেডি সিনেমাটি। সিনেমাতে গোবিন্দর নায়িকা ছিলেন রাবিনা ট্যান্ডন। এ ছাড়াও ছিলেন কাদের খান, জনি লিভার, প্রেম চোপড়া, আসরানির মতো অভিনেতা।

জনপ্রিয় এই সিনেমার রিমেক তৈরি হলে তাতে শাহরুখ অভিনয় করবেন কি না, সেই প্রশ্নের উত্তর ভবিষ্যতেই জানা যাবে। আপাতত চেন্নাই অ্যাটলির ‘জওয়ান’ ছবির শুটিং করছেন শাহরুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |