সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

বাঁধনকে বিয়ে করতে হবে ভাবিনি, ফেসবুকে পোস্ট জয়ের

বাঁধনকে বিয়ে করতে হবে ভাবিনি, ফেসবুকে পোস্ট জয়ের

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের এক ফেসবুক পোস্টকে ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক কৌতুহল তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। যেখানে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে একটি ছবি দিয়ে ক্যাপশনের প্রথমাংশে লিখেছেন, ‘বাঁধনকে বাচ্চাসহ বিয়ে করতে হবে কখনও ভাবিনি!’

এরপরই বিষয়টি পরিষ্কার করেছেন অভিনেতা। বললেন, ‘ঘটক রেদওয়ান রনি ভাই এবং চরকি। বিয়ের কাজী শঙ্খ দাশগুপ্ত। বছর শেষে আসছে ওয়েব সিরিজ। শঙ্খ দুর্দান্ত নির্মাতা। বাঁধন আন্তর্জাতিক অভিনেত্রী। আর আমাকে বলা যেতে পারে ভাগ্যবান। এতোটুকুই জানালাম। চরকি এবং শঙ্খ দাশগুপ্ত নিশ্চয়ই ধামাকা দিয়ে দুই বাংলার মানুষকে অসাধারণ গল্পের এই ওয়েব সিরিজটি দেখতে বাধ্য করবেন।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে ওয়েব সিরিজটির নাম প্রকাশ না করতে চাইলেও জয় জানালেন, ‘এটি সাত পর্বের সিরিজ। দুর্দান্ত গল্প-চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা। আর এই সময়ের সেরা অভিনয়শিল্পীদের দেখা যাবে আমাদের সঙ্গে।’ সিরিজটি নিয়ে জয়ের প্রত্যাশা এবং সংশয় দুটোই আকাশচুম্বী। বললেন, ‘যদি কাজটি ঠিকভাবে করতে পারি, তাহলে অমিতাভ বচ্চন হয়ে যাবো, না হলে ধরা খেয়ে যাবো!’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |