রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

নাটক “প্রেম-দহন

নাটক “প্রেম-দহন

পি কাগজ ডেস্ক:

ইরফান হোসেন জেবুর পরিচালনায় দিদারুল ইসলামের প্রযোজনায় ড্রামাটিক প্লাজার ব্যানারে নির্মিত হয়েছে নাটক “প্রেম-দহন”। এখানে প্রথম জুটি বেধে অসম্ভব ভালো অভিনয় করেছেন নতুন প্রজন্মের পরিচিত মুখ আনিম ও মেহেরুফ।

নাটকটি মূলত সমাজের অবহেলিত গরীব ঘরের মেয়ে এবং ধনাঢ্য পরিবারের ছেলের প্রেম কাহিনির উপর নির্মিত। নাটকটিতে আর ও অভিনয় করেছেন, এস এ রহিম, এসবি খাঁন, দিদার, মাহিন, পুষ্প, সানজিদা, মঈনুউদ্দীন, সাইবান, পিয়ুস, রাহুল, রাহাত, মিরাজ, লিটন প্রমুখ। খুব শিগগিরই নাটকটি বিভিন্ন টেলিভিশনে দেখা যাবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |