বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ অপরাহ্ন

নাটক “প্রেম-দহন

নাটক “প্রেম-দহন

পি কাগজ ডেস্ক:

ইরফান হোসেন জেবুর পরিচালনায় দিদারুল ইসলামের প্রযোজনায় ড্রামাটিক প্লাজার ব্যানারে নির্মিত হয়েছে নাটক “প্রেম-দহন”। এখানে প্রথম জুটি বেধে অসম্ভব ভালো অভিনয় করেছেন নতুন প্রজন্মের পরিচিত মুখ আনিম ও মেহেরুফ।

নাটকটি মূলত সমাজের অবহেলিত গরীব ঘরের মেয়ে এবং ধনাঢ্য পরিবারের ছেলের প্রেম কাহিনির উপর নির্মিত। নাটকটিতে আর ও অভিনয় করেছেন, এস এ রহিম, এসবি খাঁন, দিদার, মাহিন, পুষ্প, সানজিদা, মঈনুউদ্দীন, সাইবান, পিয়ুস, রাহুল, রাহাত, মিরাজ, লিটন প্রমুখ। খুব শিগগিরই নাটকটি বিভিন্ন টেলিভিশনে দেখা যাবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ মিডিয়া লিমিটেড © All rights reserved © 2023 Protidiner Kagoj |