শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন
দেশে গত ২৪ ঘন্টায় আরও ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও মৃত্যু হয়েছে ২ জনের। আজ মঙ্গলবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত আরও ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছনে। এছাড়াও মারা গেছেন ২ জন। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫১ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ১৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত মোট ৩২২ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ২৪৬ জন এবং ঢাকার বাইরে ৭৬ জন চিকিৎসাধীন।
এ বছরের এখন পর্যন্ত ২ হাজার ৩৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ১১১ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন। এছাড়াও আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন।