রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি : সরকারি নজরুল কলেজ ত্রিশালে নেই অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই চলছে কার্যক্রম। আবার শিক্ষক সঙ্কট থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। এদিকে দুর্নীতি – অনিয়মের অভিযোগ তদন্ত করছে মন্ত্রণালয় ও মাউশি। যার স্বারক নং – ৯২৪,সচিব দপ্তর- ২১ । কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও অফিস সহায়কসহ ৫১ টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৩৫ জন। অর্থাৎ ১৬ জনের পদ শূন্য। অধ্যক্ষ, উপাধ্যক্ষ শিক্ষক ও কর্মচারি চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও প্রতিকার পাচ্ছেন না কলেজ কর্তৃপক্ষ।
এতে শিক্ষার্থীদের পাঠদান ও কলেজের কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারী দেয়ার দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা। জানা গেছে, মানসম্মত পাঠদান দেয়ার ২০১৬ সালের ৭ এপ্রিল কলেজটিকে জাতীয়করণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয়করণ হওয়ার পরপরই অনেক শিক্ষক ও কর্মচারি অবসরে যান ও মৃত্যুবরণ করেন । ওই সময় থেকেই শিক্ষক ও কর্মচারি সংঙ্কট দেখা দেয়। বর্তমানে কলেজটিতে চরম শিক্ষক সংঙ্কট রয়েছে।
জাতীয়করণের পর থেকে ১০ টি বিষয়ের একজন করে শিক্ষক অবসরে যান ও মারা যান। বর্তমানে শিক্ষক না থাকায় উক্ত বিষয়ে খন্ডকালীন শিক্ষক দিয়ে কোনমতে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে কলেজটি। বর্তমানে কলেজটিতে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ দুটিই শূন্য। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে কলেজের কার্যক্রম। কলেজে মার্কেট বরাদ্দ ও ভাড়া উত্তোলনে পুকুর চুরি হয়েছে দাবি করে গত ২১ মে – ২০২৪ শিক্ষা সচিব ও মাউশির ডিজি বরাবরে দুটি অভিযোগ এবং দুদক চেয়ারম্যান ও ডিডি ময়মনসিংহ বরাবর দুটি আবেদন জমা দেওয়া হয়েছে।
জাতীয়করণের পর থেকে পর্যায়ক্রমে শিক্ষক অবসরে যাওয়ায় শিক্ষক সঙ্কট চরম আকার ধারণ করছে। গত ৬ বছর ধরে শিক্ষক অবসরে গেলেও শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক দিচ্ছেন না। এতে পাঠদানে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। দ্রুত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারী দেয়ার দাবী জানিয়েছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, সরকারি নজরুল কলেজ ত্রিশালে বাণিজ্য বিভাগে ভর্তি হওয়া মানে শিক্ষাজীবনকে বিপদে ঠেলে দেয়া। দীর্ঘদিন ধরে ওই বিভাগে ফিন্যান্স ও হিসাববিজ্ঞাস, মার্কেটিং বিষয়ের শিক্ষক নেই। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড ১) অধ্যাপক নেহাল আহমেদ জানান, সরকারি নজরুল কলেজ ত্রিশালসহ ৪ টি কলেজে অধ্যক্ষ নিয়োগ দিতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি । শীঘ্রই মন্ত্রণালয় অধ্যক্ষ নিয়োগ দিবেন।