শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল জেলে পাড়া এলাকার গ্যাস লিকেজ থেকে দগ্ধ ছয় জনের মধ্যে সোনিয়া (২৬) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হল। বাকি ইয়াসিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছে চিকিৎসক।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের কাছে এ বিষয়ে জানতে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা করতে কেউ রাজি নয়। তাই আমরা এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের দগ্ধ হওয়ার পর অগ্নিদগ্ধ ছয় জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হলে ঐ দিনই চিকিৎসাধীন অবস্থায় শিশু মরিয়মের (৮) মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে শাহাদাত (২০) ও সন্ধ্যায় বেগম(৬০) এবূ সর্বশেষ গতকাল ভোরে ইদুনী বেগম (৫০)এর মৃত্যু হয়।