বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:১২ অপরাহ্ন

বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

গত কয়েকদিন ধরে চলা বৃষ্টির প্রবণতা আরও কমে গিয়ে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।একইসঙ্গে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় গত কয়েক দিনের তুলনায় বৃষ্টি কমেছে, বেশির ভাগ স্থানেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়। সোমবার ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল চাঁদপুরে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে, ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকাল থেকে ঢাকার আকাশ রোদেলা। মাঝে মাঝে মেঘের দেখাও মিলছে। ঢাকায় ভ্যাপসা গরম বাড়ছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, আগামী তিন দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ মিডিয়া লিমিটেড © All rights reserved © 2023 Protidiner Kagoj |