বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

সিরাজগঞ্জে বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে ৯

সিরাজগঞ্জে বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে ৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের মোকাম হোসেন (৫৫), মোন্নাফ হোসেন (২০), শমসের আলী (৫২), শাহিন (৩২), আক্তার হোসেন (৬৫), মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলম (৪২) ঋতু খাতুন (১৪) ও জান্নাতি খাতুন (১২)।

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ জাগো নিউজকে বলেন, বিকেল সোয়া ৪টার দিকে আমার ইউনিয়নের মাটিকোড়া গ্রামে কৃষকরা ধানক্ষেত পরিচর্যা করছিলেন। আকাশে হঠাৎ মেঘ দেখা দিলে ১৩ জন একটি শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার সময় মারা যান আরও দুজন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন জাগো নিউজকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহত প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এরই মধ্যে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |