শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

আপডেট
সুস্পষ্ট লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সুস্পষ্ট লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।

এদিকে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় বুধবার (২১ সেপ্টেম্বর) পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

গত সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে উপকূলীয় এলাকায় গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সাগর উত্তাল থাকায় মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধিক মাছধরা ট্রলার।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ২৪ ঘণ্টা উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। এছাড়া বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |