শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

আপডেট
কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: মহাদেবপুরে খাদ্যমন্ত্রী

কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: মহাদেবপুরে খাদ্যমন্ত্রী

রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১৯৯৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শতবর্ষী ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে এসএসসি ১৯৯৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। দীর্ঘ ২৬ বছর পর একে অপরকে দেখে এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। স্কুল মাঠে ‘বন্ধু থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। আয়োজকরা বলেন, সকাল থেকে একে একে আসতে থাকে ১৯৯৭ ব্যাচের বন্ধুরা। তাদের দেওয়া হয় ১৯৯৭ ব্যাচের লোগোসংবলিত একটি পাঞ্জাবী ও শাড়ী। দুপুরে পরিচিতি পর্ব শেষে চলে স্মৃতিচারণ। পরে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে জাঁকজমকপূর্ণ আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। স্বাগত বক্তব্য রাখেন, আয়োজন কমিটির আহবায়ক কাকন চন্দ্র দে। কমিটির সদস্য সচিব আলমগীর হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী, স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মোশারফ হোসেন, সাবেক শিক্ষক ও চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সরকার, সিনিয়র শিক্ষক রকিবুল ইসলাম সিরাজী, মোকবল হোসেন সরকার, সাবেক ছাত্র ও শিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক, ম্যানেজিং কমিটির সদস্য হাসানুর রহমান মারুফ, আলমগীর হোসেন, আপ্যায়ন কমিটির সদস্য আসমা আক্তার চৌধুরী মেম্বার, সাদেক হোসেন মেম্বার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান ইকবাল সরকার, স্কুল ম্যানিজিং কমিটির সদস্য আবদুল হক, বিল্লাল হোসেন, শামীম আনছারী, সাংবাদিক হাফেজ নজরুল ইসলাম ও সাজ্জাদ হোসেন প্রমূখ।

কাজী আবু হুরাইরা শিলন, মহাদেবপুর : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষিপ্রধান দেশ বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন।

রোববার (২ জুলাই) দুপুরে তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরসতিপুর বাজারে এক হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন নবনির্মিত খাদ্যগুদাম উদ্বোধন উপলক্ষে গুদাম ভবনে আয়োজিত এক সুধীসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।

মন্ত্রী বলেন, সারাদেশে আটটি অত্যাধুনিক স্টিল খাদ্যশস্য সাইলো নির্মাণ করা হচ্ছে। এর একটি নির্মিত হচ্ছে এই মহাদেবপুরের ভীমপুরে। এগুলোর কাজ এখন শেষ পর্যায়ে। এগুলো নির্মিত হলে সাড়ে ৬ লাখ মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য মজুদ করা যাবে।

এছাড়াও সারাদেশে আরও দুশ’ পেডি সাইলো নির্মাণ করা হবে। এগুলোর ধারণ ক্ষমতা হবে পাঁচ হাজার মেট্রিক টন। এরই মধ্যে ৩০টির অনুমোদন হয়ে গেছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সারাদেশের খাদ্যগুদামগুলোর ধারণ ক্ষমতা ২১ লাখ ৮০ হাজার মেট্রিক টন। এটা ৩৫ লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে। বর্তমানে ২০ লাখ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে। গুদামগুলোতে এখন খাদ্যশস্য রাখার জায়গা হচ্ছেনা।

মন্ত্রী বলেন, পেডি সাইলো নির্মিত হলে প্রান্তিক কষক সহজেই ধান সরবরাহ করতে পারবেন। ভেজা ধান রাখলে স্বয়ংক্রিয়ভাবে তা শুকিয়ে যাবে। ভেজার অভিযোগে আর কোনো কৃষককে ধান ফেরত নিয়ে যেতে হবে না।

খাদ্যমন্ত্রী বলেন, চলতি বোরো মৌসুমে সরকার সাড়ে ১২ লাখ মেট্রিক টন চাল ও চার লাখ মেট্রিক ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী আগষ্ট মাসের ৩০ তারিখ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। ঈদের আগে পর্যন্ত সাত লাখ ১০ হাজার মেট্রিক টন চাল ও এক লাখ ২১ হাজার মেট্রিক টন ধান কেনা হয়েছে।

মন্ত্রী এরআগে নবনির্মিত খাদ্যগুদামের ফলক উন্মোচন করেন ও মুনাজাতে অংশ নেন। উপজেলা প্রশাসন ও উপজেলা চালকল মালিক গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খান সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাশিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভির রহমান, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান, উপজেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি বেলাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, এই খাদ্যগুদামটি নির্মাণের জন্য উপজেলা চাল কল মালিক গ্রুপ এক একর জমি কিনে দেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |