মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা : রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম । মঙ্গলবার (২২ জানুয়ারি ) রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান বিপিএম(বার) এর নিকট থেকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার গ্রহণ করেন জয়পুরহাট পুলিশ সুপার।
রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে জানা যায়, ওয়ারেন্ট নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামী গ্রেফতার, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, গুরত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার, ভিকটিম উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ রাজশাহী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় রাজশাহী রেঞ্জ কর্তৃক শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে জয়পুরহাট পুলিশ সুপারকে মনোনীত করা হয়।
এদিকে জয়পুরহাট জেলা পুলিশ সুপার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হওয়ায় জয়পুরহাট জেলা পুলিশ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি জয়পুরহাট বাসীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ সুপারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক ও অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলামসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজশাহী রেঞ্জের সব জেলার পুলিশ সুপার বৃন্দ, পিবিআই, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশ এর কর্মকর্তাবৃন্দ।