বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দুই ব্যক্তিগত সচিব গ্রেফতার

সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দুই ব্যক্তিগত সচিব গ্রেফতার

নিজস্ব  প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, মন্ত্রী ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের দুই ব্যক্তিগত সচিবকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৩ নভেম্বর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এমপি পদ হারান নাজমুল হাসান পাপন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |