সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
অলাইন ডেস্ক: অনলাইন ডেস্ক জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে সরকার।
বুধবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব জামিলা শবনমের সই করা এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
এতে উল্লেখ করা হয়, এনআইডির মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। এর আগে চলতি বছরের পহেলা এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহবুব আলম তালুকদারকে এনআইডি ডিজি হিসেবে প্রেষণে নিয়োগ দেয় সরকার।
ইসি কর্মকর্তারা বলছেন, তাকে সরিয়ে নেওয়ার শীর্ষ চারটি পদশূন্য হয়ে পড়ল। এনআইডি ডিজি ছাড়াও অতিরিক্ত সচিব ও দুই যুগ্ম সচিবের পদশূন্য আছে।