সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

বিকালে বিএনপির বিশাল শোভাযাত্রা, উঠতে পারে যে দাবি

বিকালে বিএনপির বিশাল শোভাযাত্রা, উঠতে পারে যে দাবি

বিকালে বিএনপির বিশাল শোভাযাত্রা, উঠতে পারে যে দাবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আজ বিকালে বিশাল শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। শোভাযাত্রা ঘিরে ব্যাপক প্রস্তুতি দলটির। দফায় দফায় হয়েছে বৈঠক, দেওয়া হয়েছে নানা দিকনির্দেশনা। কর্মসূচি সফল করতে ঢাকা উত্তর-দক্ষিণের সকল নেতাকর্মীকে সর্বোচ্চ ভূমিকা রাখতে বলা হয়েছে। এই শোভাযাত্রা সফল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেনকে সমন্বয়ক করে আগেই প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘স্মরণকালের সর্ববৃহৎ শোভাযাত্রা হবে শুক্রবার। যেখানে বিএনপির নেতাকর্মী ছাড়াও সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ও ঢাকাবাসী অংশ নেবে। ঢাকা বিভাগের সব জেলা থেকেও অংশগ্রহণ থাকবে।

তিনি আরও জানান, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রা বিকাল ৩টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনের মাধ্যমে শুরু হবে। মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হবে। শোভাযাত্রা উপলক্ষে রাজধানীর আশপাশের জেলা থেকেও নেতাকর্মীদের ঢাকায় আনার ব্যবস্থা করছে বিএনপি। নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবকদের নিয়ে কয়েকটি টিমও গঠন করেছে দলটি। বিশাল শোডাউনের মাধ্যমে দ্রুত নির্বাচনের দাবিতে সরকারের ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে এ শোভাযাত্রার আয়োজন বলে জানা গেছে।

বিএনপির নেতাকর্মীরা জানান, ৫ আগস্টের পর বড় দুটি সমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানীতে। এ সমাবেশ থেকে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এবারের শোভাযাত্রা কর্মসূচি অনেকটা ভিন্ন প্রেক্ষাপটে গুরুত্ব বহন করবে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ক্ষমতাসীন অন্তর্র্বতী সরকারকে চাপে রাখতে এ কর্মসূচি থেকে বার্তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে রাজপথে নেমে আন্দোলনের বার্তা থাকবে নেতাকর্মীদের কণ্ঠে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |