সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

বিএনপি জামায়াত আওয়ামী লীগ-আমি কারো লোক নই : ফারুকী

বিএনপি জামায়াত আওয়ামী লীগ-আমি কারো লোক নই : ফারুকী

অনলাইন ডেস্ক: সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘কেউ মনে করেন আমি বিএনপি, কেউ বলেন জামায়াতি, আবার কেউ বলেন আওয়ামী লীগের। কিন্তু আমি কারো লোক নই। আমি আমার। আমি আমাকে কারো প্রতি চিরস্থায়ী বন্দোবস্ত দিইনি।

গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ফারুকী বলেন, “আমাকে বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে যা কিছু বলা হচ্ছে, তা নিয়ে কিছু বলার নেই। ২০১৩ সালে আমাকে বলা হতো ছাগু-জামায়াত শিবির। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বলেছিলাম, ‘এই চেতনা দিয়ে কী করব।

তখন আমাকে বলা হলো শিবির।
সংস্কৃতিচর্চায় বর্তমান সরকারের অবস্থান উল্লেখ করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার কখনো সংস্কৃতিচর্চায় বাধা হবে না। নাটক হচ্ছে, যাত্রা হচ্ছে, কেউ তো বাধা দিচ্ছে না। তবে যারা শিল্প চর্চা করছে, তাদের আরো সচেতন হতে হবে।

জুলাই হত্যাকাণ্ডে যারা প্রথম কাতারের অপরাধী, তাদের বাঁচাতে পঞ্চম কাতারের অপরাধীরা যদি কাজ করে, তাহলে তো সমস্যা হবে। কুরুচিপূর্ণ, জঘন্য তথ্য যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন, সমস্যা তো হবেই।’
নতুন এই উপদেষ্টা বলেন, ‘নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে ভালো মানের সিনেমা নির্মাণ করতে হবে। যদিও এই খাতে বরাদ্দ কম, তবে আমাদের দক্ষ শিল্পী আছেন। সাংস্কৃতিক অঙ্গনে দৃশ্যমান পরিবর্তন কিভাবে সম্ভব, এ বিষয়ে এক বছর মেয়াদি একটি পরিকল্পনা তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে দেব।

আশা করি আমরা সহযোগিতা পাব। তবে সরকারের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |