বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

আপডেট
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে : কাদের

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে : কাদের

পি কাগজ ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে।মঙ্গলবার (৯ জুলাই) পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।

ঢাকায় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ স্কট ব্রান্ডন এবং পলিটিক্যাল, ইকোনমিক ও কালচারাল কাউন্সিলর আর্টুরো হাইন্স কার্যালয়ে এলে জিএম কাদের তাদের স্বাগত জানান।

এ সময় তারা দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবং পার্টি চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মওলা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |