শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

সরকারকে বিদায় নিতেই হবে : গয়েশ্বর

সরকারকে বিদায় নিতেই হবে : গয়েশ্বর

বর্তমান সরকারকে বিদায় নিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, দুর্নীতিবাজ প্রশাসনের ওপর ভর করে এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না, তাদেরকে বিদায় নিতেই হবে।

তিনি বলেন, সরকার পতনের আন্দোলন ধাপে ধাপে হবে। সরকার পতন কীভাবে করতে হয়, সেই অভিজ্ঞতা আমাদের আছে। এই সরকারকে বিদায় নিতে হবে। এরপর বাংলাদেশে কোন সরকার আসবে, তা জনগণ ঠিক করবে।

শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপির এই নেতা বলেন, প্রতিবেশী দেশসহ গণতান্ত্রিক বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক আজীবন। কিন্তু গোলামি নয়। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। আমরা বন্ধুত্ব চাই, কর্তৃত্ব চাই না।

গয়েশ্বর বলেন, যতই টালবাহানা করুক, আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হবে। অতীতে টালবাহানা করে পার পেলেও এবার পাবে না। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে কে সরকারে আসবে, কে আসবে না।

এ সময় ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির সরকারের একজন প্রতিমন্ত্রীর অভ্যর্থনা জানানোর সমালোচনা করেন গয়েশ্বর।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |