শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
পুলিশ ছাড়া আওয়ামী লীগ ১২ ঘণ্টা ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মান্না বলেন, অনির্বাচিত আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। পুলিশ আছে বলেই আওয়ামী লীগ আছে, পুলিশ নেই আওয়ামী লীগও নেই। পুলিশ ছাড়া আওয়ামী লীগ ১২ ঘণ্টা ক্ষমতায় থাকতে পারবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে হেরে গেছে। তারা এখন পুলিশ লীগে পরিণত হয়েছে। আওয়ামী লীগ বড় কোনো শক্তি নয়, পুলিশের জোরে ক্ষমতায় আছে। আনন্দের কথা সেই ক্ষমতাও ধীরে ধীরে কমতে শুরু করেছে।
বিএনপির এই নেতা বলেন, ভয় কেটে যাচ্ছে, ১৩ বছরের আঁধারও কাটে যাবে। মানুষ এখন বিদ্রোহ করতে চায়। এই সরকার শুধু ভোট চোর নয়, মিথ্যাবাদী ও প্রতারক।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আন্তর্জাতিকভাবে সবাই বুঝে গেছে আওয়ামী লীগ সরকার নির্বাচিত সরকার নয়। এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।