শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
মেহেদী হাসান রাসেল, নারায়ণগঞ্জ সদর : নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘২১ বার শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করা হয়েছিল, আমাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুন,তিনিই আমাদের স্বপ্ন। অক্টোবর নাগাদ ওরা মানচিত্রে থাবা দেবে, ক্ষমতায় আসার জন্য নয়, বাংলাদেশকে ধ্বংস করার জন্য ওরা এটা করবে।’
শনিবার (১৬সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় আয়োজিত বীর বাঙালি ঐক্য কর বাংলাদেশ রক্ষা কর স্লোগানে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’-স্লোগানে এই সমাবেশের আয়োজন করা হয়। শামীম ওসমান বলেন, ‘যারা বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করতে চায়, তাদের বলতে চাই—আমরা কারও পায়ে ভর দিয়ে দাঁড়াইনি। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে।’
এমপি শামীম ওসমান বলেন, ‘আমাদের রাজনীতি করার কথা ছিল না। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা জাপানের চেয়েও উন্নত দেশ থাকতাম। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পদ ছিলেন না, শেখ হাসিনাও আজ শুধু আওয়ামী লীগের সম্পদ নন, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ শেখ হাসিনা। আজকেও আমি বলতে চাই, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই।’
শেখ হাসিনা দেশে ফিরে দুই হাত ওপরে তুলে কেঁদেছিলেন উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বলেছিলেন, আমার বাবা-মাকে যেখানে মেরেছে, সেখানে দুই রাকাত নফল নামাজ পড়তে চাই। তারা সেখানে নফল নামাজ পড়তে দেয়নি। যারা আমাদের জাতীয় চার নেতাকে হত্যা করেছে, তাদের সাথে গণতন্ত্র চর্চা করতে পারব না। আমরা আমাদের বাংলাদেশকে বাঁচাতে চাই।’