বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৫:১২ অপরাহ্ন

আপডেট
শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার পর যুবলীগ নেতা গ্রেপ্তার

শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার পর যুবলীগ নেতা গ্রেপ্তার

শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার পর যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বরগুনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে তার ভিডিও ছড়িয়ে দেয়াড় পর মাহামুদুল আজাদ রিপন নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে শহরের দুধ পট্টিতে একটি চায়ের দোকানে আড্ডা দেয়াড় সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জানা যায়, শনিবার রাতে শহরের ফার্মেসি পট্টি আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে ভিডিও ধারণ করা হয়।

সেই ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগ নামক একটি ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। ভিডিওতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগের নেতা কর্মীরা কেক কেটে নিজেদের মধ্যে খাওয়ার দৃশ্য দেখা যায়। এসময় তারা জয়বাংলা স্লোগান দিতে থাকে। এর কিছুক্ষণ পর দুধ পট্টির ওই চায়ের দোকানে গেলে রিপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এব্যাপারে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি বরগুনা থানার মামলার পুরাতন আসামি। আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |