সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

বিএনপির সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু মারা গেছেন

বিএনপির সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু মারা গেছেন

বিএনপির সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শহিদুজ্জামান বেল্টু মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ অক্টোবর) রাত ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ঝিনাইদহ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শাহনেওয়াজ সুমন জানান, ঝিনাইদহ-৪ আসনের সাবেক সাংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন শহীদুজ্জামান বেল্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপি গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জনিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |