বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
প্রতিদিনের কাগজ ডেস্ক:
একটি মনুষ্যবিহীন মার্কিন সামরিক মহাকাশযান ষষ্ঠ মিশনে ৯০৮ দিন কক্ষপথে কাটিয়ে রেকর্ড করেছে। বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত যানটি গতকাল শনিবার ভোরে অবতরণ করে। খবর এপি।
সৌরচালিত এক্স-৩৭বি নামের যানটি নাসার কেনেডি স্পেস সেন্টারে অবতরণ করে। যার আগের মিশন ৭৮০ দিন স্থায়ী হয়েছিল।
নির্মাণকারী সংস্থা বোয়িংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্টে জিম চিল্টন বলেন, ২০১০ সালে এক্স-৩৭বি প্রথম উৎক্ষেপণ হয়। এবার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
দ্রুত পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে নতুন মহাকাশ প্রযুক্তি যুক্তরাষ্ট্রকে অতুলনীয় ক্ষমতা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মহাকাশ অভিযানের প্রধান জেনারেল চান্স সল্টজম্যান বলেছেন, মিশনটি মহাকাশ অনুসন্ধানে বিমানবাহিনীর গুরুত্ব ও অংশীদারের পাশাপাশি মহাকাশে কম খরচে প্রবেশাধিকার সম্প্রসারণের ওপর আলোকপাত করেছে।
সদ্যসমাপ্ত অভিযানে উড়োজাহাজটি প্রথমবারের মতো একটি পরিষেবা মডিউল কক্ষপথে স্থাপন করেছে। যা নেভাল রিসার্চ ল্যাবরেটরি, ইউএস এয়ারফোর্স একাডেমি এবং অন্যদের জন্য কাজ করছে। এক্স-৩৭বি কক্ষপথ ছেড়ে আসার আগে মডিউলটি আলাদা হয়ে যায়।
এতে ফ্যালকনস্যাট -8 নামে একটি উপগ্রহ ছিল, যা একাডেমি ক্যাডেটদের দ্বারা এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরিতে নির্মিত হয়। উপগ্রহটি গত বছরের অক্টোবরে কক্ষপথে ছাড়া হয়, এখনো কাজ করছে। এ ছাড়া আরেকটি পরীক্ষা বীজের ওপর দীর্ঘমেয়াদী স্থানিক প্রভাব মূল্যায়ন করছে।
এখনো পর্যন্ত এক্স-৩৭টি ১৩০ কোটি মাইল ভ্রমণ করেছে এবং মহাকাশে কাটিয়েছে তিন হাজার ৭৭৪ দিন।