সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন
নেত্রকোনা প্রতিনিধি
শোককে শক্তিতে পরিনত করে, সুখি ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গিকারের মধ্য দিয়ে নেত্রকোনা জেলা ও বিভিন্ন উপজেলায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর চেতনার বাতিঘরে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত মহিলা এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযুদ্ধা সন্তান সংসদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা শহরের লইয়ারস প্লাজায় যৌথ ভাবে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এর আয়োজন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও মুক্তিযুদ্ধা সন্তান সংসদ। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর জেলা সভাপতি অধ্যাপক ওমর ফারুক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নী।
মুক্তিযুদ্ধা সন্তান সংসদ এর সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সহসভাপতি হাবিবুর রহমান খান রতন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক কেশব রঞ্জন সরকার,সদস্য সচিব শাহীন উদ্দিন আহমেদ,ভারত বাংলাদেশ সম্প্রীতি পরিষদের নেত্রকোনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক পংকজ সাহা,সাবেক যুবলীগ নেতা মানিক মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা মামুন রানা,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান রিদম,সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আওয়ামী শাহরিয়ার কামরান প্রান্ত সহ অন্যরা।
এছাড়াও জেলার আটপাড়া উপজেলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপজেলা শাখার সভাপতি আবু রেজা মোঃ মাহবুব (টিপু), সাধারণ সম্পাদক খলিলুর রহমান খান কানন, এর নেতৃত্বে জাতির পিতার পতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার উদ্দিন ছানু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কফিল উদ্দিন, দুওজ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কায়সার ইমরান বাবুল, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা হুমায়ুন কবির লিটন, সুনই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান খান কামাল, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান সহ নেতা কর্মী রা।
দিনটি উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি দূর্গাপুর শাখার উদ্যোগে জাতির জনকের পতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা শাখার সভাপতি স্বপন হাজং ও সাধারণ সম্পাদক দুনীয়া মামুনসহ অন্যরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
আজ সোমবার বিজিবির নিজস্ব অর্থায়নে নেত্রকোনার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন জায়গায় শতাধিক অসহায়, দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,চিনি,তৈল,লবন ও আলু। এ সময় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবির) অধিনায়ক লেঃকর্নেলএ এস এম জাকারিয়া ও সহকারী পরিচালক মোঃ মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।