শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
এবার ১৪৪ ধারা জারি করা হয়েছে বরগুনার তালতলীতে। তিন গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি আয়োজিত তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় বিকেল ৩টায় একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। একই সময় আহ্বায়ক কমিটির পদবঞ্চিত নেতা-কর্মীরাও উল্লেখিত বিষয়কে কেন্দ্র করে তালতলী বন্দরের হাই স্কুল রোড মোড়ে বিক্ষোভ সমাবেশ করবে বলে জানায়।
অপরদিকে বড়বগী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট উপলক্ষে দিনব্যাপী তালতলী সালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে অবস্থিত ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। এতে এই স্থানে আইন-শৃঙ্খলা বিঘ্নসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় শহর ও পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সোমবার দুপুর ১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা তালতলী শহর ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনার পর শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা এসএম সাদিক তানবীর বলেন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও বিএনপির ২ গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। সংঘাতের আশঙ্কা রয়েছে বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।