শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন
সুজন আহম্মেদ, রংপুর ব্যুরোঃ
রংপুরের হারাগাছে নিজ মা’কে শ্বাস রোধে হত্যা করে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলে জামিলের বিরুদ্ধে। এই ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। এদিকে মায়ের মরদেহ মাটির ভিতর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ আগষ্ট) রাতে ঘটনাটি স্থানীয় কিছু মানুষ বুঝতে পেরে পুলিশকে খবর দিলে এলাকায় জানাজানি হয়।
রংপুর জেলা সহকারী পুলিশ সুপার সি সার্কেল আশরাফুল আলম পলাশ বলেন, রংপুরের কাউনিয়া উপজেলার ২নং হারাগাছ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পল্লীমারী মৌজায় জামিলা বেগমকে শ্বাস রোধে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছে বলে খবর পান তারা। পরে পুলিশ জানতে পারে যে, জামিলা বেগমকে শনিবার (২০ আগস্ট) দিবাগত রাতে মেরে ফেলা হয়েছে। মায়ের কাছে প্রায় টাকা চাইতো ছেলে জামিল। টাকা না পেলে মায়ের সঙ্গে ঝগড়া হত, এলাকাবাসী এমন তথ্য দিয়েছে বলে জানায় পুলিশ।