বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:০১ অপরাহ্ন

অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন আজ

অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন আজ

আজ (৪ সেপ্টেম্বর) উদ্বোধন হতে যাচ্ছে পিরোজপুরের কচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুর।

সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করবেন।

ইতোমধ্যে সেতুটি উদ্বোধন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান। সেতুর উদ্বোধনকে ঘিরে নদীর পশ্চিম এবং পূর্বপাড়ে দুটি সমাবেশের আয়োজন করা হয়েছে।

২০১৩ সালের ১৯ মার্চ পিরোজপুরের এক জনসভায় কঁচা নদীর ওপর সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০১৮ সালের ১ নভেম্বর সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ মিডিয়া লিমিটেড © All rights reserved © 2023 Protidiner Kagoj |