বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী

শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাক্ষাত করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারত সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে দুপুরে তিনি সাক্ষাৎ করতে আসেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে হোটেলে ফিরে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। আধা ঘণ্টা ধরে তারা নিজেদের মধ্যে আলোচনা করেন।

কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক ঐতিহাসিক। এ সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী পর্যন্ত সকলের সঙ্গেই তার ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |