শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

আপডেট
যুক্তরাষ্ট্রের ১১ পুলিশ কর্মকর্তার ওপর ইরানের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের ১১ পুলিশ কর্মকর্তার ওপর ইরানের নিষেধাজ্ঞা

অনলাইন  ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভে দমনপীড়ন চালানোর অভিযোগে দেশটির জর্জিয়া, টেক্সাস, ফ্লোরিডা, বোস্টন, কলাম্বিয়া ও অ্যারিজোনাসহ বিভিন্ন অঙ্গরাজ্যের অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়।

ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্সটুডে এর তথ্য অনুসারে, গতকাল ৩ জুন স্থানীয় সময় বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসী ও হঠকারী কর্মকাণ্ড প্রতিরোধ সংক্রান্ত আইনের আওতায় মার্কিন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব পুলিশ কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করে ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা মার্কিন পুলিশ কর্মকর্তারা ইরানি অর্থ ব্যবস্থা ও ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবেন না। তাদের সম্পদ জব্দ করা হবে এবং তাদেরকে ইরানে প্রবেশের ভিসা দেওয়া হবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি সমর্থন দেওয়াকে ইসলামী এই রাষ্ট্রের পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করে এবং আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়ার ক্ষেত্রে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে কখনও কুণ্ঠা বোধ করেনি। গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার প্রতিবাদে বিক্ষোভে নামে। কিন্তু মার্কিন পুলিশ ও নিরাপত্তা বাহিনী বহু প্রতিবাদী ছাত্রকে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করে এবং তাদের ওপর নৃশংস নির্যাতন চালায়।

ইরানের নিষেধাজ্ঞার ঘোষণার আওতায় থাকা ১১ জন পুলিশ কর্মকর্তা হলেন,

১. জর্জিয়ার জননিরাপত্তা বিভাগের পরিচালক বা কমিশনার উইলিয়াম (বিলি) হিচেনস
২. জর্জিয়া স্টেট ফিল্ড অপারেশন কমান্ডার এডি গ্রিয়ার
৩. ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা পুলিশ প্রধান লিন্ডা জে. স্ট্যাম্প কুর্নিক
৪. ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান পামেলা এ স্মিথ
৫. মেট্রাপলিটান পুলিশের নির্বাহী সহকারী জ্যাফরি ক্যারল
৬. নিউ হ্যাভেন পুলিশ প্রধান প্রধান কার্ল জ্যাকবসন
৭. টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সহকারী পুলিশ প্রধান শেন স্ট্রিপি
৮. বোস্টন পুলিশ প্রধান স্কট মাইকেল কক্স
৯. ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পুলিশ ডিভিশন প্রধান স্কট ডানিং
১০. অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান মাইকেল থম্পসন এবং
১১ ক্যালিফোর্নিয়ার লং বিচ বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান জন ব্রুকি

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |