বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

আপডেট
বন্যায় ৫২ জনের মৃত্যু

বন্যায় ৫২ জনের মৃত্যু

নিজস্ব  প্রতিবেদক: স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলায় ৫২ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫৪ লাখ মানুষ। এছাড়া, এখন পর্যন্ত পানিবন্দি অবস্থায় রয়েছে ১০ লাখ ৭২ হাজার ৫৭৮টি পরিবার। মঙ্গলবার (২৯ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বন্যা সম্পর্কিত মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য বিবরণীতে জানানো হয়েছে, মারা যাওয়া ৫২ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

নিহতদের মধ্যে কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৪, চট্টগ্রামে ৬ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৮ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিন জন ও মৌলভীবাজারে একজন রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে বলা হয়, ৬৮টি উপজেলা বন্যায় প্লাবিত হয়। বন্যার্তদের জন্য ৩ হাজার ৪০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়। সেখানে ৫ লাখ ২ হাজার ৫০১ জন আশ্রয় নেন। এছাড়া, বন্যা আক্রান্ত জেলাগুলোতে মোবাইল ও টেলিফোন যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বন্যা পরবর্তী পানি বাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |