সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

লেবানন থেকে ফিরলেন আরও ৭০ বাংলাদে‌শি

লেবানন থেকে ফিরলেন আরও ৭০ বাংলাদে‌শি

অনলাইন  ডেস্ক:  যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৭০ বাংলাদে‌শি দেশে ফিরেছেন।সোমবার (৪ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য় এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানায়।এতে বলা হয়েছে, যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এমন আরও ৭০ বাংলাদেশিকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। এ নিয়ে সাত দফায় দেশটি থেকে ৩৩৮ জনকে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরত আনা হয়েছে।প্রত্যাবাসন করা এসব বাংলাদেশি নাগরিককে ঢাকার বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম।

এর আগে, গত ২১ অক্টোবর প্রথম দফায় ৫৪ জনকে দেশে ফেরত আনা হয়। এরপর ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন, ২৮ অক্টোবর মধ্যরাতে ৩০ জন, ২৯ অক্টোবর রাতে ৩৬ জন এবং ৩১ অক্টোবর ৫২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়।উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |