শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন

আপডেট
মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ

মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ‌্যমের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার (১৮ আগস্ট) ওয়াটসনভিল শহরের স্থানীয় বিমানবন্দরে দুটি ছোট বিমান অবতরণের চেষ্টা করেছিল। সে সময় এই দুর্ঘটনা ঘটে। ওয়াটসনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরে বিমান ওঠা-নামার জন্য ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। দুর্ঘটনার সময় রানওয়েতে যারা ছিলেন, তারা কেউ আহত হননি।

নিউইয়র্ক পোস্ট জানায়, দুটি বিমানে মোট তিন জন ছিলেন। দুর্ঘটনায় তাদের কেউ বেঁচে রয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান। দুর্ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |