শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

আপডেট
মেক্সিকোতে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষে ১২ দিনে নিহত ৫৩

মেক্সিকোতে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষে ১২ দিনে নিহত ৫৩

অনলাইন  ডেস্ক: মেক্সিকোতে দুই সপ্তাহেরও কম সময়ে মাদক কারবারিদের অভ্যন্তরীণ সংঘর্ষে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এতে নিখোঁজ হয়েছেন আরও অন্তত ৫১ জন। খবর রয়টার্সের। শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিহতের এ তথ্য প্রকাশ করে কর্তৃপক্ষ। জানা গেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় দু’টি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে ৯ সেপ্টেম্বর থেকে এই সংঘর্ষ শুরু হয়। মাদক কারবারি দুই গ্যাং এর এই চলমান সংঘাত থামাতে ব্যর্থ দেশটির প্রশাসনও।

মেক্সিকোর মাদক সম্রাট ইসমায়েল এল মায়ো জাম্বাদা গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়া পর থেকেই সিনালোয়ায় দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয়। যা চলতি মাসে ভয়াবহ রূপ নিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |