মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাই নিহত

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাই নিহত

খুলনার ডুমুরিয়ায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. নাজমুল মলঙ্গী (৩০) ও মো. এনামুল মলঙ্গী (২২) আপন দুই ভাই মারা গেছেন।

এরা দুজন সেনপাড়া গ্রামের মলঙ্গী বাড়ির মৃত হাছেন মলঙ্গীর ছেলে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে বজ্রপাতের শিকার হন এই দুই ভাই। সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় রাতে খোঁজ নিয়ে দুই ভাইকে মৃত পাওয়া যায়।

এ তথ্য নিশ্চিত করেছেন শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি।

স্থানীয়ভাবে সর্বজন পরিচিত সমাজসেবক হাফেজ মো. ওয়াহিদুজ্জামান জানান, শুক্রবার বিকেলে বৃষ্টি ও ঝড়ের সময় বজ্রপাত হয়। এ সময় নাজমুল ও এনামুল মাছ ধরতে বিলে যায়। এক পর্যায়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। কিন্তু খবরটি তাৎক্ষণিক কেউ জানতে পারেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে বিষয়টি জানতে পারে পরিবার।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |