শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

বইয়ে ভুল চিহ্নিত করে সঙ্গে সঙ্গে সংশোধন করা হচ্ছে: সাভারে শিক্ষামন্ত্রী

বইয়ে ভুল চিহ্নিত করে সঙ্গে সঙ্গে সংশোধন করা হচ্ছে: সাভারে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বইয়ে ভুল থাকতে পারে,চিহ্নিত করে সঙ্গে সঙ্গে সংশোধন করা হচ্ছে। এ বিষয়ে দুইটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার খাগানে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এক বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সমাবর্তনের বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের হিমাচল প্রদেশের শোলিনী ইউনভার্সিটির উপাচার্য অধ্যাপক অতুল খোশলা।

শিক্ষামন্ত্রী বলেন,কিছু স্বার্থান্বেষী মহলের অপপ্রচার বা গুজবে কান না দিয়ে কোন বইতে কী আছে বা নেই তার সত্যতা যাচাই করার আহ্বান রইল। এছাড়া নতুন বই নিয়ে সমালোচনা সম্পর্কে তিনি বলেন, সত্যের সঙ্গে মিথ্যাকে মিশিও না। আমাদের কোরআনে গুজব রটনার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। মন্দ কাজের জবাব ভালো কাজ দিয়ে দিতে বলা হয়েছে। আমরা সেই চেষ্টা করছি। যারা মন্দ কাজ করছে,যাদের উদ্দেশ্য মন্দ,তাদের জন্য আমরা নিশ্চয়ই থেমে থাকব না।

তিনি আরও বলেন,সমাজে যে বিষয়ে সংবেদন শীলতা থাকবে সেটিকে বিবেচনায় নিয়েই আমরা ব্যবস্থা নেব। যেখানে সংশোধন দরকার সঙ্গে সঙ্গে আমরা সংশোধন করবো। কিন্তু মিথ্যাচার, অপপ্রচার দিয়ে আমাদের অগ্রযাত্রা কখনো বন্ধ করা যাবে না। গুজবে কান দেবেন না। বই নিয়ে কথা বলা হচ্ছে। বইগুলো না পড়ে, না দেখে সকলেই মন্তব্য করছে। এমনকি দায়িত্বশীল ব্যক্তিরাও মহান সংসদে দাঁড়িয়ে এই মিথ্যাচারের অংশ হয়ে যাচ্ছেন। এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। বক্তব্যে মন্ত্রী আরো বলেন,শুধু পরীক্ষানীতি ও মুখস্তবিদ্যা দিয়ে দক্ষ যোগ্য ও মানবিক সৃজনশীল মানুষ তৈরি হবে না। তাই প্রাথমিক পর্যায় থেকে শিশুদের তৈরি করার পরিকল্পনা নিতে হবে।

এছাড়া পাঠ্য বইয়ের অসংগতি নিয়ে দুইটি কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি বইয়ের ভুল চিহ্নিত করে যৌক্তিক পরামর্শে সঙ্গে সঙ্গে সংশোধন করবেন। আরেকটি কমিটি এ বিষয়ে যে কোন ষড়যন্ত্র তদন্ত করে দেখছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়। এর মধ্যে মেধাবী ১২ শিক্ষার্থী পান স্বর্ণ পদক। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানসহ অন্যান্যরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |